পানাগড় বাজারে রাস্তার বেহালদশা

618

সংবাদদাতা, পানাগড়ঃ- রাস্তার বেহালদশা পানাগড় বাজারে। গত দু বছর আগে পানাগড় বাজার এর উপর দিয়েছিল নম্বর জাতীয় সড়ক। পরে পানাগড় বাইপাস চালু হওয়ার পর। পানাগড় বাজার এর উপর সড়ক টি রাজ্য সরকারের অধীনে চলে আসে। কিন্তু দু বছর হয়ে যাওয়ার পরেও ওই রাস্তার কোনরকম মেরামত করা হয়নি। ফলে পানাগড় এর বিভিন্ন জায়গায় দেখা দিয়েছে বড় বড় গর্ত। এই রাস্তা দিয়ে সরকারি-বেসরকারি বহু দূরপাল্লার যাত্রীবাহী বাস চলাচল করে। রাস্তা খারাপ হওয়ার কারণে যেকোনো সময় দুর্ঘটনার আশঙ্কা লেগেই থাকে। একদিকে বেহাল রাস্তা তার উপর সন্ধ্যে নামলে অন্ধকারে দুর্ঘটনার আশঙ্কা আরো বেড়ে যায়। কোথাও কোথাও পিচ উঠে দেখা দিয়েছে বড় বড় গর্ত সেই গর্তে গাড়ির চাকা নামলেই ছিটকে আসছে পাথর। যার ফলে প্রতিদিনই ঘটছে কোন কোন দুর্ঘটনা অভিযোগ স্থানীয়দের।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here