সংবাদদাতা, কাঁকসাঃ- সাধারণত বাড়িতে বা দোকানে হঠাৎ করে আগুন লেগে গেলে আতঙ্কিত না হয়ে কি করে আগুন নেভাতে হবে সে বিষয়ে পানাগড় এলাকার মানুষকে সচেতন করতে বিশেষ প্রদর্শনী করল দমকল বিভাগ। পাশাপাশি যে কোনও পাবলিক প্লেসে রাখা অগ্নি নির্বাপক যন্ত্র প্রয়োজনে কিভাবে ব্যবহার করতে হয় সে বিষয়টিও প্রদর্শন করেন দমকল কর্মীরা। সোমবার পানাগড় বাজারের বিভিন্ন গুরুত্বপূর্ণ মোড়ে আগুন নেভানোর পদ্ধতিও দমকল কর্মীরা হাতে কলমে করে দেখান। অগ্নি নির্বাপন সংক্রান্ত গুরুত্বপূর্ণ এই প্রদর্শনী দেখতে সাধারণ মানুষের মধ্যে উৎসাহ ছিল চোখে পড়ার মতো। অন্যদিকে আগুন লাগা ও নেভানোর বিষয়ে সাধারণ মানুষকে সচেতন করতে এদিন পানাগড় বাজারে একটি র্যালিরও আয়োজন করেছিল স্থানীয় দমকল বিভাগ। এছাড়াও বাজারের সাধারণ মানুষের মধ্যে অগ্নি নির্বাপন সংক্রান্ত লিফলটও বিলি করা হয়।