সংবাদদাতা, পানাগড়ঃ- আসানসোল থেকে ৮ জনের শ্রমিকের দল হেঁটে কোলকাতা যাবার সময় তাদের রাস্তায় হেঁটে যেতে দেখে আটকায় পানাগড়ের বাসিন্দারা।

এর পর তাদের পানাগড়ে বিশ্রামের ব্যাবস্থা করে। তাদের হাতে পাউরুটি,পানীয় জল, বিস্কুট গ্লুকনডির প্যাকেট তুলে দিলেন তারা। আপাতত তাদের দুপুরে খাবারের ব্যাবস্থা করা হয়েছে। স্থানীয় বাসিন্দা সন্দীপ রিঙ্কু মহল বলেন “বৃহস্পতিবার যে ভাবে প্রখর রোদ দিয়েছে তাতে ওই মানুষ গুলো অসুস্থ্য হয়ে পড়বে রাস্তায় হাঁটলে তাই তাদের আটকে খাবারের ব্যাবস্থা করে প্রশাসনের সাথে কথা বলে তাদের বাড়ি পাঠানোর ব্যাবস্থা করছি।”
