সন্তোষ মণ্ডল, আসানসোলঃ- পশ্চিম বর্ধমানে মুখ্যমন্ত্রীর উপস্থিতিতেই প্রচণ্ড বিস্ফোরণে কেঁপে উঠল পাণ্ডবেশ্বরের পুরনো শ্মশানঘাট চত্বর। বিস্ফোরণের জেরে সম্পূর্ণ ধ্বংসস্তূপে পরিণত হয়েছে চারটি ঘর। যদিও ওই ঘরগুলি পরিত্যক্ত হওয়ায় কোনও হতাহতের ঘটনা ঘটেনি। স্থানীয়দের অনুমান ওই ঘরগুলিতে বোমা মজুত করে রাখা হয়েছিল। কোনও কারণে তা ফেটে যায়।
এদিকে মুখ্যমন্ত্রীর জেলায় উপস্থিত থাকাকালীন বিস্ফোরণের ঘটনা ঘটায় রাজ্যের নিরাপত্তার বিষয়টি নিয়ে তীব্র কটাক্ষ করেন বিরোধীরা। পাণ্ডবেশ্বরের প্রাক্তন বিধায়ক তথা আসানসোলের বিজেপি নেতা জিতেন্দ্র তিওয়ারি ঘটনার এনআইএ তদন্তের দাবি জানিয়ে বলেন, রাজ্যবাসী তথা বাংলার নিরাপত্তার খাতিরে বিষয়টি নিয়ে এনআইএ তদন্তের প্রয়োজন। এমনকি তাদের দলের পক্ষ থেকে ইতিমধ্যেই পুরো বিষয়টি জানিয়ে গৃহমন্ত্রী অমিত শাহের কাছে এনআইএ তদন্তের আবেদন করা হয়েছে বলেও জানান তিনি। পাশাপাশি তিনি বলেন শাসক দলেরও উচিৎ নিরপেক্ষভাবে এনআইএকে দিয়ে তদন্ত করানো। কারণ এটা টা শুধু বিজেপি, তৃণমূল, সিপিএমের ব্যাপার নয়, এটা পুরো সমাজের জন্য অশনি সংকেত। এছাড়াও শাসক দলের বিরুদ্ধে তোপ দেগে ক্ষোভের সাথে আসানসোলের প্রাক্তন মেয়র বলেন, পঞ্চায়েত নির্বাচনের আগে শিল্পাঞ্চলের বিভিন্ন এলাকায় বোম, পিস্তল ও বিস্ফোরক মজুত করা হচ্ছে। এদিনের ঘটনাই তার প্রমাণ দিচ্ছে।
