eaibanglai
Homeএই বাংলায়শুরু হলো নতুন খোলামুখ খনির কাজ

শুরু হলো নতুন খোলামুখ খনির কাজ

সংবাদদাতা, পাণ্ডবেশ্বরঃ- শুক্রবার ইসিএলের পাণ্ডবেশ্বর এরিয়ার পাণ্ডবেশ্বরের খোট্টাডিহিতে চালু হলো নতুন খোলামুখ খনির কাজ। এদিন বিশেষ অনুষ্ঠানের মধ্যে দিয়ে শুরু হয় খনির কাজ। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পাণ্ডবেশ্বর বিধানসভার বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তী, আসানসোল রামকৃষ্ণ মিশনের সেক্রেটারি স্বামী সৌমত্মানন্দজী মহারাজ , ইসিএলের পাণ্ডবেশ্বর এরিয়ার জিএম এ এন নায়েক, আইএনটিটিইউসির পাণ্ডবেশ্বর ব্লক সভাপতি রামচরিত পাশওয়ান,পাণ্ডবেশব ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি কিরীটি মুখার্জি ।

ইসিএল সূত্রে জানা গেছে CMAT ও JMCT নামক দুই বেসরকারি সংস্থার মাধ্যমে এই খোলা মুখ খনির থেকে কয়লা উত্তোলন করা হবে। এই খোলা মুখ খনির কাজ করার সময়সীমা রাখা হয়েছে ২ বছর। ২ বছরের ৪১ লক্ষ কিউবিক মিটার মাটি কেটে কয়লা তোলার কাজ হবে। সংস্থা সূত্রে জানা গেছে ৩৩ লক্ষ ৮ হাজার টন কয়লা এই খনি গর্ভে মজুত রয়েছে। প্রজেক্টটির আনুমানিক ব্যয় ৪০ কোটি টাকা। পাণ্ডবেশ্বরের বিলপাহাড়ি গ্রামের বাসিন্দাদের পুনর্বাসন করে ওই জায়গায় তৈরি করা হয়েছে এই খোলা মুখ খনি।

এদিন সংস্থার অন্যতম কর্ণধার বিশ্বরূপ দে বলেন, এই নতুন কয়লা খনি চালু হওয়ায় এলাকার প্রচুর বেকার যুবকের কর্মসংস্থান হবে। পাণ্ডবেশ্বরের বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তী বলেন, স্থানীয় পাণ্ডবেশ্বর সহ শিল্পাঞ্চল এলাকার অর্থসামাজিক উন্নতিতে এই খনিগুলোর ভূমিকা যথেষ্ট। পাশাপাশি ইসিএল’কে হুঁশিয়ারি সুরে তিনি বলেন, এলাকার বেকার যুবক-যুবতীদের বঞ্চিত করা হলে মেনে নেওয়া হবে না। এবং এলাকার মানুষের সামাজিক উন্নতিকরণে দাবী দাওয়াগুলি মেনে নিয়ে কর্তৃপক্ষকে কাজ করতে হবে।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments