নিজস্ব সংবাদদাতা, দুর্গাপুরঃ- দুর্গাপুরের বিধান নগরে অবস্থিত একটি বেসরকারি ইংরেজি মাধ্যম স্কুলের সামনে আজ অভিভাবকদের একটি বিক্ষোভ-সমাবেশ অনুষ্ঠিত হলো। মূলত স্কুলের লাগামছাড়া মাস মাইনে বৃদ্ধি ও বাৎসরিক অনুষ্ঠানের জন্য বলপূর্বক ৪০০ টাকা চাঁদা আদায়ের বিরুদ্ধে অভিভাবকরা আজ বিক্ষোভ দেখালেন এই স্কুলের সদর দরজার সামনে। অভিভাবকদের অভিযোগ তাদের সঙ্গে স্কুল কর্তৃপক্ষ কোন রকম আলোচনা না করেই মাস মাইনে ও বাৎসরিক অনুষ্ঠানের জন্য সাড়ে ৪০০ টাকা চাঁদা ধার্য করা হয়েছে। এই বিষয়ে কর্তৃপক্ষের একটি প্রতিনিধিদল গেটের বাইরে এলে অভিবাবকদের বিক্ষোভের মুখে পড়েন তারা। শেষ খবর পাওয়া পর্যন্ত জানা গেছে বিক্ষোভের মুখে পড়ে স্কুল কর্তৃপক্ষ তাদের বাৎসরিক ৪০০ টাকা চাঁদা নেওয়া হবে না বলে জানিয়ে দিয়েছেন অভিভাবকদের। অভিভাবকরা জানিয়েছেন এরপরে যদি আবার কোনদিন স্কুল কর্তৃপক্ষ তাদের মন মোতাবেক সিদ্ধান্ত গ্রহণ করেন তাহলে তারা বৃহত্তর আন্দোলনে যাবেন।
Home Flash News বেসরকারি ইংরেজি মাধ্যম স্কুলে অভিভাবকদের বিক্ষোভ ,স্কুল কর্তৃপক্ষের হুমকির মুখে অভিভাবকরা