রঞ্জিত সর্দার, জীবনতলাঃ- রাজ্য দিনে দিনে বেড়ে চলেছে করনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা। আর তার সাথে পাল্লা দিয়ে বাড়ছে মৃত্যুর সংখ্যা। আর সেই করোনার আবহে, ক্যানিং পূর্ব বিধানসভা তথা জীবন তলায় প্রায় কয়েক হাজার মানুষের জমায়েত করে আব্বাস সিদ্দিকীর বিরুদ্ধে প্রতিবাদ সভার আয়োজন করে বিধায়ক শওকত মোল্লা। আর এই প্রতিবাদ সভা আয়োজিত হয় ক্যানিং পূর্ব বিধানসভা বোদরা অঞ্চল এ কাজদিয়া ফুটবল মাঠে। আর এই করোনা আবহে প্রশাসনের নির্দেশ অমান্য করে প্রায় কয়েক হাজার মানুষ জমায়েত করে এই প্রতিবাদ সভার আয়োজন করে বিধায়ক শওকত মোল্লা। আর ওই মঞ্চে উপস্থিত ছিলেন আই এন টি টি ইউ সির সভাপতি শক্তিপদ মন্ডল, সোনারপুর উত্তরের বিধায়িকা ফেরদৌসী বেগম, ও দক্ষিণ ২৪ পরগনা জেলার কো-অর্ডিনেটর পরেশ দাস সহ অন্যান্য নেতৃত্বরা। আর এই করোনা ভাইরাস আবহে ওই জনসভায় ছড়াতে পারে ভাইরাসের সংক্রমণ। তবে এখানে উঠছে প্রশ্ন, যেখানে প্রশাসনের নির্দেশ এক জায়গায় অতিরিক্ত মানুষ জমায়েত করে, কোনো অনুষ্ঠান বা কোন জনসভা করা যাবে না এবং সামাজিক দূরত্ব বজায় রেখে চলতে হবে। তবে প্রশাসনের নির্দেশ থাকা সত্ত্বেও কিভাবে হয় এত বড় জনসভা। শুধু কি শাসক দলের জনসভা বলে বিশেষ ছাড় ?
Home Flash News করোনা আবহে কয়েক হাজার মানুষের জমায়েত করে আব্বাস সিদ্দিকীর বিরুদ্ধে শওকত মোল্লার...