সংবাদদাতা,পুরুলিয়া:- আগামী বছর রাজ্যে বিধানসভা নির্বাচন। সেদিকে সময় যত গরাচ্ছে পুরুলিয়া জেলাজুরে দল বদলের ঘনঘটা বেড়েই চলেছে। রাজনৈতিক দলগুলির নেতা থেকে সাধারণকর্মী, সকলের মধ্যেই দল বদল যেন ট্রেন্ড হয়ে দাঁড়িয়েছে। প্রশ্ন উঠছে তাহলে কি কোনও দলের প্রতি আস্থা রাখতে পারছে না সাধারণ নেতা কর্মীরা। ক্ষমতার ছত্রছায়ায় থাকার দৌড়ে জেলা জুড়ে দল বদলের পালা অব্যাহত। আর আবিরাম এই দল বদলের জেরে মানুষগুলো একই থাকলেও বদলে যাচ্ছে তাঁদের হাতে থাকা ঝান্ডার রং। এমনই দল বদলের ছবি ধরা পড়ল জয়পুর বিধানসভা এলাকার জয়পুর ব্লকে। এদিন ০৭ টি ফরওয়ার্ড ব্লক পরিবার ও ০৪ টি বিজেপি পরিবার তৃণমূল কংগ্রেসে যোগদান করল। জয়পুর ব্লক যুব তৃণমূল কংগ্রেস সভাপতি দিব্যজ্যোতি সিংদেও এর হাত ধরে চলে এই দল বদলের পালা। সদ্য তৃণমূলে যোগ দেওয়া পরিবারগুলির দাবি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নের কাজে অনুপ্রানিত হয়েই তাঁদের শাসক দলে যগদান।