সংবাদদাতা, দক্ষিণ দিনাজপুর:- রাজ্য সরকার রাজ্যের সাধারণ মানুষের স্বাস্থ্যের কথা মাথায় রেখেই বিভিন্ন উদ্যোগ নিয়েছেন। পিপিপি মডেল এর বিভিন্ন প্যাথলজি এবং ল্যাবরটরি তৈরি হয়েছে। তবুও একদল অসাধু ব্যবসায়ী এখনো লাইসেন্স ছাড়াই প্যাথলজি খুলে বসে আছেন। আর সেইসব লাইসেন্সহীন প্যাথলজি এবং ল্যাবরটরি গুলির বিরুদ্ধে বড়োসড়ো অভিযান চালালো দক্ষিণ দিনাজপুর জেলা প্রশাসন। আজ দক্ষিণ দিনাজপুর জেলা শাসকের নেতৃত্বে দক্ষিণ জেলা প্রশাসনের কর্তাব্যক্তিরা বিশাল পুলিশ বাহিনীকে সঙ্গে নিয়ে বালুরঘাট হাসপাতাল মোড়ের লাইসেন্সবিহীন প্যাথলজি এবং ল্যাবরটরি গুলির বিরুদ্ধে অভিযানে নামেন। আজ তিনটি লাইসেন্সবিহীন প্যাথলজি কে সিল করে দেন দক্ষিণ দিনাজপুরের জেলাশাসক নিখিল নির্মল। জানা গেছে যে তিনটি প্যাথলজি সেন্টার কে জেলাশাসকের তরফ থেকে সিল করে দেওয়া হল আগামী দিনে এই প্যাথলজি সেন্টার গুলির বিরুদ্ধে তদন্ত করে ব্যবস্থা নেবে দক্ষিণ দিনাজপুর জেলা প্রশাসন।জানা গেছে আগামী দিনে গোটা জেলা জুড়ে জেলা প্রশাসনের তরফ থেকে এই ধরনের অভিযান চালানো হবে।
