eaibanglai
Homeএই বাংলায়বিদ্যার দেবী সরস্বতী'র আরাধনায় অংশ নিলেন আদিবাসী সম্প্রদায়ের মানুষ

বিদ্যার দেবী সরস্বতী’র আরাধনায় অংশ নিলেন আদিবাসী সম্প্রদায়ের মানুষ

সংবাদদাতা, বাঁকুড়াঃ- বিদ্যার অধিষ্ঠাত্রী দেবী সরস্বতী আরাধনায় অংশ নিলেন আদিবাসী সম্প্রদায়ের মানুষ। রবিবার বাঁকুড়ার গঙ্গাজলঘাটির গুড়াছান্দা গ্রামে দিশম জাহের নামে একটি সংস্থার ২৫ তম বর্ষের বিশেষ পুজা পাঠ অনুষ্ঠিত হলো।আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে, তাদের সম্প্রদায়ের মানুষ ‘বিদু চাঁদান’কে বিদ্যার দেবী হিসেবে পুজো করেন। ১৯৯৫ সালে থেকে তাদের সংস্থার তরফে ফি বছর মাঘি পূর্ণিমার দিন নিয়ম করে এই পুজো করে আসছেন। এবছর পুজোর পাশাপাশি লীলা কীর্তণের আয়োজন করা হয়েছে বলে তারা জানান।আয়োজক সংস্থার পক্ষে বিশপ কুমার কিস্কু বলেন, আমরা নিয়ম করে দিশম জাহেরের থানে বিদ্যার দেবীর পুজো করে আসছি। এখানে আদিবাসী সম্প্রদায়ের সমস্ত মানুষ একত্রিত হয়ে পুজো পাঠে অংশ নেন বলে তিনি জানান।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments