eaibanglai
Homeএই বাংলায়বাঁকুড়া বাস কল্যাণ সমিতির ডাকা কর্ম বিরতির জেরে ভোগান্তির শিকার সাধারণ মানুষের

বাঁকুড়া বাস কল্যাণ সমিতির ডাকা কর্ম বিরতির জেরে ভোগান্তির শিকার সাধারণ মানুষের

সংবাদদাতা, বাঁকুড়াঃ- বাঁকুড়া কল্যাণ সমিতি ডাকা কর্মবিরতির জেরে বন্ধ রয়েছে বাঁকুড়া থেকে দুর্গাপুর যাওয়ার বাস। তবে যাত্রীদের সুবিধার্থে কয়েকটি বাস তারা চালিয়েছেন। তবে কেন এই কর্মবিরতি, সূত্র মারফত জানা যায় বাঁকুড়া দুর্গাপুর প্রায় ১১০ টি বাস রোজ যাতায়াত করে। তাদের মধ্যে একটি অন্যতম সুইটি বাস। অভিযোগ এই সুইটি বাসের মালিক ও তার দলবল গত সোমবার ১৫ টি বাসের স্টাফদের মারধর করেন ফলে অন্যান্য বাসের চালকরা নিজেদের নিরাপত্তার কথা চিন্তা করে বাস চালাতে রাজি হয়নি। যার জেরে আজ বাস বন্ধ থাকায় চরম ভোগান্তির শিকার হতে হয় সাধারণ মানুষকে। বাঁকুড়া বাস কল্যাণ সমিতির এক সদস্য জয়ন্ত সিংহ বলেন, সুইটি বাসের মালিক সুভাষ চ্যাটার্জী এবং তার ছেলে সত্যজিৎ চ্যাটার্জি আমাদের ১৫ টি গাড়ির স্টাফদের দুর্গাপুর বাসস্ট্যান্ডে মারধর করে চাবি নিয়ে নেয়। ওই বাসের মালিক বাঁকুড়া বাস স্ট্যান্ড সংলগ্ন এলাকায় মিটিংয়ে বসার কথা ছিল। কিন্তু কোন মিটিং উপস্থিত থাকেন নি ওই বাসের মালিক। তাই যতক্ষণ না তারা দুর্গাপুর থেকে বাঁকুড়া এসে বাঁকুড়া বাস স্ট্যান্ড সংলগ্ন এলাকায় বাস ইউনিয়ন অফিসে মিটিংয়ে না বসা পর্যন্ত এই কর্মবিরতি চলবে বলে জানান তারা। এক যাত্রী বলেন, অনেকটাই অসুবিধার মধ্যে পড়তে হচ্ছে। কোনো গাড়ি নেই পেসেন্ট নিয়ে দাঁড়িয়ে আছি কিভাবে বাড়ি যাবো বুঝতে পারছি না।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments