সন্তোষ মন্ডল, আসানসোলঃ- মেঘলা আকাশ থাকার কারণে মন খারাপ নতুন প্রজন্মের। দর্শন পাওয়া গেল না সূর্যগ্রহনের। রবিবার সকাল থেকেই কুলটির মিঠানিতে সূর্য গ্রহন দেখার জন্য উদ্যোগী ছিল পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চ। এদিন পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চ রাজ্য কাউন্সিলের সদস্য কিংসুক মুখোপাধ্যায় জনসাধারণের মধ্যে থেকে সূর্যগ্রহণ দেখানোর জন্য আগ্রহী হন। কিন্তু মেঘাচ্ছন্ন দিন থাকায় মন খারাপ হয় সবারই। প্রায় প্রত্যেকেই সূর্যগ্রহণ দেখার জন্য উপস্থিত ছিলেন চশমা নিয়ে। কিন্তু যেহেতু মেঘলা ছিল তাই সূর্য গ্রহণ হয়নি। আসানসোল থেকে কিংশুক মুখোপাধ্যায় জানান, নানান ধরনের কুসংস্কার ছড়াচ্ছে এই সূর্যগ্রহণ কে ঘিরে, আর সেখান থেকে দাঁড়িয়ে গ্রামের মানুষেরা কুসংস্কারকে দূরে সরিয়ে তারা দেখল সূর্যগ্রহণ। তবে সূর্য গ্রহণ- এর থেকে এখানে নবীন প্রজন্মের উৎসাহ ছিল বেশি চোখে পড়ার মতো, বলে জানাচ্ছেন মানুষজন সকলেই।