সংবাদদাতা, কাঁকসাঃ- পানাগড়ে রেল লাইনের পাশ থেকে এক ব্যক্তির মৃতদেহ উদ্ধারকে ঘিরে চাঞ্চল্য ছড়ায় এলাকা। মৃত ব্যক্তি স্থানীয় বাসিন্দা বলে জানিয়েছেন প্রতক্ষদর্ষিরা। তবে মৃতের নাম পরিচয় জানা যায় নি। স্থানীয় বাসিন্দারা রেল লাইনের ধার দিয়ে যাওয়ার সময় ব্যক্তির মৃতদেহ পরে থাকতে দেখে বুদবুদ থানার পুলিশ ও রেল পুলিশকে খবর দেয়। রেল পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায়। তবে কি ভাবে মৃত্যু ওই ব্যক্তির এখনো তো যাওয়ার জানা যায়নি।