সংবাদদাতা, বর্ধমান:- নতুন হাউস ফর অল এর বাড়ি তৈরীর উদ্দেশ্যে পুরনো বাড়ি ভাঙতে গিয়ে দেওয়াল চাপা পড়ে মৃত্যু হল এক শ্রমিকের। ঘটনায় তৈরি হয়েছে চাঞ্চল্য। ঘটনাটি ঘটেছে দক্ষিণ দিনাজপুর জেলার বালুরঘাট শহরের নেপালি পাড়া এলাকায়। জানা গেছে অতিসম্প্রতি নেপালি পাড়ার বাসিন্দা পঞ্চমী মাহাত্ম্য একটি হাউস ফর অল এর ঘর পান। সেই ঘর তৈরির উদ্দেশ্যেই তার পুরনো বাড়ির ভাঙার কাজ চলছিল। বিগত চার দিন ধরেই আজ ঘর ভাঙ্গার কাজে নিযুক্ত শ্রমিকরা আজ আবার ঘর ভাঙার কাজ শুরু করলে এক শ্রমিকের ওপর দেওয়াল চাপা পড়লে তার ঘটনাস্থলেই মৃত্যু ঘটে।আরও জানা গেছে ওই শ্রমিকের নাম অক্ষির পাল। বাড়ি দক্ষিণ দিনাজপুর হিলি ব্লকের তিওর এলাকায়। ওই শ্রমিকের বাড়িতে তার স্ত্রী সন্তানরা রয়েছে। পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি মৃত্যু ঘটায় পরিবারটির ওপরে চরম দুর্দশা নেমে এলো। এই ঘটনায় বাড়ির মালিক পঞ্চমী মাহাতো বলেন, বিগত কিছুদিন ধরেই এই শ্রমিকরা আমার বাড়ি ভাঙার কাজ করছিল। আজ আমি বাড়ি ছিলাম না। সেই সময় শ্রমিকরা আমার বাড়ির অন্যান্য সদস্যদের উপস্থিতিতে বাড়ি দেওয়াল ভাঙার কাজ শুরু করলে এক শ্রমিকের ওপর দেওয়াল চাপা পড়ে এবং তার মৃত্যু ঘটে।