সংবাদদাতা, কলকাতাঃ- এদিন কলকাতার আরজিকর হাসপাতাল চত্বরের একটি গাছ থেকে উদ্ধার হল এক যুবুকের ঝুলুন্ত মৃতদেহ। এই ঘটনায় গোটা হাসপাতাল জুড়ে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। পুলিশ সূত্রে জানা গেছে, এদিন দুপুর ২ টোয় টালা থানায় একটি ফোন কল আসে। অজানা এক ব্যাক্তি পুলিশ কে ফোন করে জানান, আরজিকর হাসপাতাল চত্বরের একটি গাছের ডালে একজন যুবক ঝুলন্ত অবস্থায় রয়েছে। সঙ্গে সঙ্গে পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায়। হাসপাতালের গাছের ডাল থেকে উদ্ধার করা হয় ৩০ বছরের ওই যুবক কে। তৎক্ষনাৎ ওই যুবক কে হাসপাতালে পাঠানো হয়। কিন্তু হাসপাতাল কর্তৃপক্ষ সঙ্গে সঙ্গে ওই যুবক কে মৃত বলে ঘোষনা করে। অন্যদিকে পুলিশ ওই মৃত যুবকের পকেট থেকে একটি মানিব্যাগ উদ্ধার করেছে। ব্যাগের মধ্যে একটি আধার কার্ড ছিল। তার থেকে পুলিশ ওই যুবকের নাম জানতে পেরেছে তা হল কমল ধীবর, সে বীরভূমের বাসিন্দা। এখন পুলিশ খতিয়ে সেখছে মৃত যুবক কমল ধীবর ই কিনা। আসল বিষয়টি জানতে পুলিশ আধার কার্ডকে নিশানা করে মৃত যুবকের আসল ঠিকানা খোঁজার চেষ্টা করছে। ইতিমধ্যেই পুলিশ মৃত্যুর আসল কারন জানার জন্য মৃতদেহটি কে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে।