সংবাদদাতা, পুরুলিয়াঃ- সোস্যাল মিডিয়ায় আলাপের পর প্রেম এবং প্রেম থেকে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে দিনের পর দিন শারিরিক সম্পর্ক। অবশেষে, বিয়ে করতে অস্বীকার। যার জেরে, লুন্ঠিত তরুনীর থানায় অভিযোগ দায়ের। গত সন্ধ্যায় সেই ঘটনায় গ্রেপ্তার অভিযুক্ত যুবক। এই নিয়ে পুরুলিয়ার ঝালদা থানা এলাকার পাট ঝালদা গ্রামে বিস্তর চাঞ্চল্য ছড়ালো। সেখানেই লুন্ঠিত তরুনীর বাড়ি। আর যুবক সাগর কুইরির বাড়ি ঝালদার পাশেই কোটশিলা থানার বেগুনকোদর গ্রামে।
গ্রেপ্তারের পর সাগর বলে, সে নাকি বিয়ে করতে রাজি থাকলেও, তার কাকা রাজেন কুইরি প্রবল বাধা দেওয়ায় সে বিয়ের ইচ্ছা থেকে সরে আসতে বাধ্য হয়। এ কথা জানার পর তরুনী রাজেনের বিরুদ্ধেও অভিযোগ দায়ের করলে, ঝালদা থানা বুধবার তাকেও আটক করে। তরুনী জানায়, সাগরের সাথে তার ফেসবুক মারফৎ আলাপ গত বছর জুন মাসে। তারপর ঘনষ্ঠিতা। সেই সুত্র ধরেই, গত ১২ ডিসেম্বর, সাগরের জন্মদিনে সে পাট ঝালদা গ্রামে আসে এবং ঐ দিনই প্রথম শারিরিক সম্পর্ক হয়। পুলিশ গোটা ঘটনায় তরুনীর জবানবন্দী পৃথক ভাবে রেকর্ড করেছে