সংবাদদাতা, বাঁকুড়াঃ-
২৫ শে ডিসেম্বর ভালোভাবে কাটাতে আত্মীয়স্বজন, বন্ধুবাধব, পরিবারের সাথে সকলেই বেড়িয়ে পরেছেন হই হুল্লোড় করতে। সকাল থেকেই পর্যটকরা ভিড় জমাতে শুরু করেছেন বাঁকুড়ার বিভিন্ন পর্যটক কেন্দ্র গুলোতে।
সেইমত সোনামুখী থানার রাধামোহনপুর অঞ্চলের নিত্যানন্দপুরের রণডিহা ড্যাম ২৫ শে ডিসেম্বর থেকেই জমজমাট। দুরদুরান্ত থেকে পর্যটকরা এসে ভিড় জমিয়েছেন এখানে। জলের নিবিড় শব্দে নদীর ধারে জমিয়ে রান্নাবান্না, খাওয়াদাওয়া।
বাঁকুড়া জেলার পর্যটন মানচিত্রে একমাত্র রণডিহা ড্যাম যেখানে সারা বছর এতপরিমান পর্যটকের সমাগম আর কোন পর্যটন কেন্দ্রে হয় না। আর এই সুয়োগকে কাজে লাগিয়ে ভালোই টাকা রোজগার করে নিচ্ছেন স্থানীয় নৌকা চালকরা। এক নৌকা চালক বলেন, আমরা এই সিজেনে সংসার চালানোর জন্য বেশ কিছু টকা সঞ্চয় করে রাখি। তারউপর আজকে আমি সারাদিনে প্রায় ২০০০ টাকা রোজগার করব।
এত ভিরে যাতে কোনরকম অপ্রিতিকর পরিস্থিতি না ঘটে তার জন্য মতায়েন ছিল যথেষ্ট পরিমানে পুলিশ কর্মী। সোনামুখী থানার পুলিশ সকাল থেকেই টহল দিচ্ছেন, কোন ব্যাক্তি অস্বাভাবিক আচরন করলে তাদের সচেতন করে দেওয়া হচ্ছে।