প্রধানমন্ত্রী আবাস যোজনার লক্ষ লক্ষ টাকা হাতিয়ে গ্রেপ্তার পিংলার ঠিকাদার

325

শান্তনু পান, পশ্চিম মেদিনীপুর:- পশ্চিম মেদিনীপুরের পিংলা থানা এলাকার এক ঠিকাদারকে গ্রেপ্তার করল পুলিশ। রবিবার ডেবরা থেকে পিংলা থানার পুলিশ ওই ঠিকাদারকে গ্রেপ্তার করেছে বলে জানা গিয়েছে। তাঁর বিরুদ্ধে সাধারণ মানুষের জন্য বরাদ্দ বিভিন্ন সরকারি প্রকল্পের অন্ততঃ ১০লক্ষ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ রয়েছে।

পুলিশ জানিয়েছে পিংলা এলাকার ক্ষীরাই গ্রাম পঞ্চায়েত এলাকা থেকে একাধিক অভিযোগ এসেছে ওই ঠিকাদারের বিরুদ্ধে। সেই অভিযোগের ভিত্তিতেই গ্রেপ্তার করা হয়েছে তাকে। পুলিশ জানিয়েছে অভিযুক্ত ওই ঠিকাদারের নাম গোপাল দাস। বাড়ি ওই গ্রাম পঞ্চায়েতের কাঁটাপুকুর গ্রামে।

সম্প্রতি ওই গ্রামেরই দুলালি মান্ডি নামে এক মহিলা অভিযোগ করেন যে, গোপাল দাস নামে ওই ঠিকাদার প্রধানমন্ত্রী আবাস যোজনা বাবদ তার আ্যকাউন্টে জমা পড়া প্রথম দফার বরাদ্দ ৩০হাজার টাকা তার টিপসই দিয়ে তুলে নিয়ে হাপিস করে দেয়। দুলালি বলেন, ” ব্যাংকে আমার খাতায় প্রধানমন্ত্রী আবাস যোজনায় টাকা ঢুকেছে বলে খবর পেলাম। আমি ওই ঠিকাদারের বাড়িতে ২২ বছর ধরে পরিচারিকার কাজ করে আসছি। এতদিন কাজ করছি তাই ওদের পরিবারের প্রতি আমার একটা আস্থা ছিল। তার ওপর ও গ্রাম পঞ্চায়েতের স্বীকৃত ঠিকাদার। সরকারের বরাদ্দ টাকায় প্রধানমন্ত্রী আবাস যোজনার বাড়ি, নির্মল বাংলা মিশনের শৌচালয় বানায়। তাই আমি ওকেই বললাম যে আমার টাকা জমা পড়েছে কিনা একটু জেনে বল। ও আমাকে নিয়ে ব্যাংকে গেল ও ব্যাংকের ভেতরে ঘুরে এসে বলল, তোমার খাতায় কিছু গন্ডগোল আছে। একটা কাগজ দিয়ে বলল এখানে টিপ দাও। আমি টিপ দিয়ে দি। এরপর সে বলে, আমার খাতা এবার ঠিক হবে। আরেক দিন এসে জানতে হবে যে টাকা ঢুকেছে কিনা?” পরে খবর নিয়ে দুলালি জানতে পারেন তার প্রধানমন্ত্রী আবাস যোজনার টাকা জমা পড়েছিল এবং সেই টাকা তুলে নেওয়া হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here