সংবাদদাতা, মালদাঃ- মালদার বৈষ্ণবনগর থানার পুলিশ ঘটনায় জড়িত প্রেমিক সহ তিন জনকে গ্রেপ্তার করেছে। শুক্রবার ধৃতদের মালদা জেলা আদালতে পেশ করেছে পুলিশ। উল্লেখ্য, গত ২৩ তারিখ সন্ধ্যায় বাখরাবাদ চরের মরা গঙ্গার জলে একটি বস্তাবন্দী মৃতদেহ জেলেরা দেখতে পায়। খবর পেয়ে বৈষ্ণবনগর থানার পুলিশ দেহ উদ্ধার করে। পরবর্তীতে স্থানীয় বাসিন্দা দিলীপ মন্ডল মৃতদেহটি তার মেয়ে প্রিয়াঙ্কা মন্ডলের বলে চিহ্নিত করেন। গত ৯ তারিখ থেকে নিখোঁজ ছিল ওই যুবতী। এই মর্মে গত ১১ তারিখ একটি নিখোঁজের অভিযোগ দায়ের করে পরিবারের সদস্যরা। পরে ২৩ তারিখ দেহ উদ্ধারের পর জোরালো তদন্ত শুরু করে বৈষ্ণবনগর থানার পুলিশ। আরে কোন কান্ডের কি না করে ঘটনায় প্রেমিক সহ তিন জনকে গ্রেপ্তার করে বৈষ্ণবনগর থানার পুলিশ। পুলিশ সূত্রে জানাগেছে, ধৃতরা হল তৃদ্বীপ সরকার(২২)। ফারাক্কা থানা এলাকার বাসিন্দা।ওপর দুই ধৃত ইসমাইল সেখ ও কিসমত শেখ চর সুজাপুর এলাকার বাসিন্দা। ধৃত তৃদ্বীপ সরকারের সাথে প্রেমের সম্পর্ক ছিল মৃত যুবতী প্রিয়াঙ্কা মন্ডলের। সম্পর্কের টানাপোড়েনের জেরেই খুন করে বস্তায় ভরে ফেলে দেওয়া হয় বলে অনুমান করছে পুলিশ। ধৃতদের চরসুজাপুর এলাকা থেকেই বৃহস্পতিবার গভীর রাতে গ্রেপ্তার করে বৈষ্ণবনগর থানার পুলিশ। শুক্রবার ধৃত তিনজনকেই ১০ দিনের পুলিশি হেফাজত চেয়ে মালদা জেলা আদালতে পেশ করার পাশাপাশি ঘটনার তদন্ত চালাচ্ছে বৈষ্ণবনগর থানার পুলিশ।