সন্তোষ মন্ডল, আসানসোলঃ- করোনা যুদ্ধে জয়ী হয়ে কাজে যোগদান করলেন আসানসোল দক্ষিণ থানার এক পুলিশ অফিসার। এদিন থানায় তাকে ফুলের মালা পরিয়ে অভিনন্দন জানানো হয়েছে। এর পাশাপাশি থানায় ঢোকার সময় ওই পুলিশ অফিসারের উপর পূস্প বর্ষন করা হয়েছে। প্রসঙ্গত, দিন কয়েক আগে করোনায় আক্রান্ত হয়েছিলেন ওই পুলিশ অফিসার। এদিন করোনা যুদ্ধে জয়ী হয়ে তিনি কাজে যোগদান করেন। এদিন কাজে যোগ দিয়ে পুনরায় তিনি করোনা যোদ্ধা হিসেবে কাজ শুরু করলেন। এই খবরে পুলিশ মহলে খুশির হাওয়া। এদিন করোনা যুদ্ধে জয়ী হয়ে পুলিশ অফিসারের বার্তা করোনা কে ভয় করবেন না। করোনা কে জয় করা যায়। এর পাশাপাশি সকলকেই সোস্যাল ডিস্টেনস মেনে চলার আবেদন জানানো হয়েছে।