জয়প্রকাশ কুইরি ,পুরুলিয়া:- নিজের সার্ভিস রাইফেল থেকে গুলি করে আত্মহত্যা করলেন এক পুলিশকর্মী। পুরুলিয়ার বলরামপুরে। নিজের সার্ভিস রাইফেল থেকে পরপর ছয় রাউন্ড গুলি চালান তিনি। এ ঘটনায় বিস্তর চাঞ্চল্য ছড়িয়েছে জেলা জুড়ে। জুনিয়র কনস্টেবল পদে কর্মরত ওই পুলিশ কর্মীর নাম জয়দীপ দাস (২৮)।বাড়ি পশ্চিম মেদিনীপুরের গোয়ালতোড়ে।
বুধবার বেলার দিকে ঘটনাটি ঘটেছে – যখন ওই পুলিশ কর্মী কর্তব্যরত ছিলেন। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যান পুরুলিয়ার পুলিশ সুপার আকাশ মাঘারিয়া। পুলিশ সূত্রে জানা যায়, বলরামপুরের দাঁতনের কাছে নাকাতল্লাশি করার সময়ে এই ঘটনা ঘতে। চমকে ওঠেন অন্যান্য পুলিশ কর্মী সহ আধিকারিকেরা। উত্তেজনা ছড়ায় এলাকায়। তবে, ঠিক কি কারনে এই আত্মহাত্যা, তা নিয়ে এখনও বিস্তারিত কিছু জানায়নি জেলা পুলিশ।