সংবাদদাতা, মেদিনীপুরঃ-
গোপন সূত্রে খবর পেয়ে হঠাৎই অবৈধ গুটকা কারখানায় হানা দিল পুলিশ বাহিনী। সেখান থেকে তারা উদ্ধার করে ৫৩ বস্তা গুটকা ও গুটকা তৈরির সরঞ্জাম। ঘটনাটি ঘটেছে, পশ্চিম মেদিনীপুর জেলার ডেবরা ব্লকের জলিমান্দা অঞ্চলের আম্বাদিঘী এলাকায়। স্থানীয়দের অভিযোগ যে, গোপাল মাজি বলে এক ব্যক্তি পোলট্রি ফার্মে এই কারখানা চলছিল। খবর পেয়ে ততক্ষনাৎ ডেবরা থানার পুলিশ হানা দেয় ওই কারখানায় এবং কিছু যন্ত্রাংশের পাশাপাশি তিন ব্যাক্তিকে তারা গ্রেপ্তারও করে। ধৃতদের নাম বালাজী পানিগ্রাহী এদের সকলের বাড়ি ওড়িশার বারহামপুরে। ওপর এক ব্যাক্তির নাম বিনন্দ দাস নারায়ণগড় থানার ধ্নংরাহী এলাকায়। ধৃতদের সকলকেই শুক্রবার মেদিনীপুর আদালতে তোলা হবে বলে পুলিশের তরফ থেকে জানা গেছে।