সংবাদদাতা, মালদাঃ- জেলের লকআপে এক ব্যাক্তি কে বাঁশ দিয়ে পিটিয়ে মারার অভিযোগ উঠল পুলিশ কর্মীর বিরুদ্ধে। এই চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে মালদার বৈষ্ণবনগর থানায়। পুলিশি সূত্রে জানা গেছে, মৃত ওই ব্যাক্তির নাম বাবুল শেখ। পুলিশ জানিয়েছে, বাবুলের বিরুদ্ধে একাধিক গাঁজা কারবারের অভিযোগ রয়েছে। সেই অভিযোগের ভিত্তিতেই এদিন বাবুল শেখ কে বৈষ্ণবনগর থানার পুলিশ গ্রেপ্তার করে। তবে, মৃত বাবুলের পরিবারের দাবি বাবুলের বিরুদ্ধে গাঁজা কারবার সংক্রান্ত কোনো অভিযোগ নেই। খামোখা বাবুল কে পুলিশ গ্রেপ্তার করেছে। শুধু গ্রেপ্তারই নয় বাবুল কে জেলের লকআপে বাঁশ দিয়ে বেধড়ক মারধর ও করেছে পুলিশ। বাবুলের পরিবারের সদস্যরা বলেছেন, ব্যাপক মারধরের কারনেই বাবুলের মৃত্যু হয়েছে। এই বিষয়ে কালিয়াচক ৩ নম্বরের মেম্বার সারিয়াতুল ইসলাম বলেন, “আমরা ঘটনার খবর পেয়ে হাসপাতালে আসি। সেখানে দেখি বাবুলের মৃত্যু হয়েছে। সারিয়াতুল বাবু বলেন, কে পোস্ত চাষ করছে সেটা পুলিশ প্রশাসন ব্যবস্থা নিক। কিন্তু একজন লোক কে রাতের অন্ধকারে তুলে এনে জেলের লকআপে বাঁশ দিয়ে বেধড়ক মারধর করা হয় এটা তো ঠিক নয়। তিনি বলেন আমরা যতদুর জানি বাবুল খুব সরল এবং সাধাসিধে ছেলে ছিল”। সারিয়াতুল বাবু জানিয়েছেন আমরা এই জঘন্য ঘটনার তীব্র প্রতিবাদ জানিয়েছি। এবং এই ঘটনার সঙ্গে জড়িত সমস্ত পুলিশ অফিসারদের বিরুদ্ধে কঠোর শাস্তির দাবি করেছেন। কিন্তু পুলিশ এই অভিযোগের ভিত্তি পুরোপুরি অস্বীকার করেছে। পুলিশ জানিয়েছেন জেলের লকআপেই হার্ট অ্যাটাকের কারনেই বাবুলের মৃত্যু হয়েছে।