নিজস্ব প্রতিনিধি, দুর্গাপুর:- গূটকা, সিগারেট এই সমস্ত নেশা জাতীয় দ্রব্য মানুষের শরীরের পক্ষে হানিকারক। নেশা জাতীয় দ্রব্যের বিক্রি গোটা দেশ জুড়ে রমরমিয়ে চলছে। পশ্চিমবঙ্গেও এর প্রভাব বিস্তর। এই সব কথা মাথায় রেখে রাজ্য ও কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে প্রতিটি দোকানে গুটকা বন্ধের আদেশ নামা প্রচার করা হচ্ছে। আসানসোল ও দুর্গাপুর শিল্পাঞ্চল জুড়ে তাই এর তৎপরতা তুঙ্গে। এই উদ্দেশ্যকে মাথায় রেখে দুর্গাপুর শিল্পাঞ্চলের বিভিন্ন ওয়াডের কাউন্সিলাররা এই বিষয়টি অবগত করতে পথে নেমেছে। আজ ২৪নং ওয়াডের কাউন্সিলার লাভলী রায় এলাকার সমস্ত দোকানের উদ্দেশ্যে জনজাগরনের এক প্রচেষ্টা চালান। এবং বিভিন্ন দোকানদারকে গুটকা রাখতে নিষেধ করেন। তিনি তার এলাকার দোকানদার ও সাধারন মানুষের উদ্দেশ্যে বলেন যে, গুটকার ক্ষতিকারক প্রভাব কি। কিন্তু শিল্পঞ্চল জুড়ে তামাক ও গুটকা জাতীয় দ্রব্যের ব্যবসা যে রমরমিয়ে চলছে তা কতদূর রোধ করা যাবে তা নিয়ে বিস্তর সংশয় রয়েছে। শিল্পাঞ্চলবাসীর মত, এই গুটকা, তামাক জাতীয় দ্রব্যের কালোবাজারী শুরু হবে না তো?
Home Flash News গূটকা, সিগারেট নেশা জাতীয় দ্রব্য শরীরের পক্ষে হানিকারক, জনজাগরনের প্রচেষ্টা কাউন্সিলারের