সংবাদদাতা, পানাগড়:- পানাগড় বাজারে অবৈধ ভাবে পুকুর ভরাটের অভিযোগ তুলে সরব হলেন এলাকার বাসিন্দারা। পানাগড় রাইস মিল রোডে একটি পুকুর দীর্ঘ কয়েক বছর ধোরে ভরাট করে নাম মাত্র একটি ছোট জলাশয় রেখে পুকুরের পার ভরাট করে সেই পার মোটা অঙ্কে বিক্রি করে দেওয়া হয়েছে বলে এলাকার মানুষ কাঁকসা বিডিওর কাছে লিখিত অভিযোগ জানায় বুধবার।

তাদের আরও অভিযোগ ওই পুকুরটি ২০০৩ -২০০৪ বর্ষে NREGS প্রকল্পে সনস্কারের কাজও হয়। তার পরেই এই দুর্নীতি হয়েছে বলে অভিযোগ তাদের। কাঁকসা বিডিও র কাছে লিখিত অভিযোগ পাশাপাশি দিদিকে বলো নম্বরেও অভিযোগ জানানো হয়। গোটা ঘটনার তদন্ত শুরু করেছে কাঁকসার বিডিও। কাঁকসা পঞ্চায়েত প্রধান জানিয়েছেন তিনি কোনো লিখিত অভিযোগ পান নি তবে ঘটনাটি শুনেছেন তিনি বিষয়টি খতিয়ে দেখবেন বলে জানিয়েছেন।প্রাণে ভয়ে এলাকার মানুষ ক্যামেরার সামনে কিছু বলতে চান নি।

তাদের বক্তব্য পুকুরের মালিক এলাকার এক সময় দাপুটে সিপিআইএম নেতা ছিলেন বর্তমানে তার এক ছেলে বিজেপির যুব মোর্চার নেতা। অন্য দিকে পুকুর মালিকের সাথে কোনো ভাবেই যোগাযোগ করা সম্ভব হয় নি।