পোড়ামাটির হাট নজর কাড়ছে পর্যটকদের

951

নিজস্ব প্রতিনিধি, বাঁকুড়াঃ মধ্য যুগের একমাত্র কলানগরী মল্ল রাজধানী শহর আজ সারা বিশ্বেরদৃষ্টি আকর্ষণ করছে মল্লরাজাদের তৈরি টেরাকোটা আর ল্যাটেরাইট পাথরে তৈরী আশ্চর্য শিল্পীসুষমা মণ্ডিত অপূর্ব মন্দির স্থাপত্যের জন্য। এই ঐতিহ্যবাহি মন্দির গুলির আকর্ষণে ছুটে আসে বিভিন্ন দেশ বিদেশের পর্যটকরা। আর তাই পর্যটকদের কথা মাথায় রেখে গড়ে উঠেছে পর্যটন কেন্দ্র।
এই পর্যটন কেন্দ্রকে আরও বর্ণময় আরও আকর্ষণীয় করে তুলে ধরতে সরকারি উদ্যোগে তৈরী হয়েছে “পোড়ামাটির হাঁট “। ঐতিহাসিক দলমাদল কামানোর কাছে জোড় মন্দির চত্বরে প্রতি শনিবার বসছে এই পোড়ামাটির হাঁট। সোনাঝুড়ি, আকাশবাণী ইত্যাদি গাছগাছালির মধ্যে খোলা পরিবেশ উপভোগ করা যাচ্ছে বাউল, কীর্তন, লোকগীতির মত প্রান জোড়ানো গান। এছাড়াও পর্যটকদের কথা চিন্তা করে আনা হয়েছে ডুয়েট সাইকেল। যা বিশেষ করে বিষ্ণুপুর শরের কাছে এক নতুন পাওনা। এছাড়াও এই ” পোড়ামাটির হাঁটে ” বিষ্ণুপুরের বিভিন্ন ঐতিহ্যকে যেমন, বালুচরী কাপড়, সোনামুখীর শিল্ক, বিষ্ণুপুরের কাঁসা।, লণ্ঠনের মত শিল্পকলা তুলে ধরা হচ্ছে। বিদেশ থেকে আগত পর্যটকরাও দারুন খুশি প্রশাসনের এই অভিনব উদ্যোগে।বিষ্ণুপুর মহকুমা শাসক মানস মণ্ডল বলেন, যেহেতু বিষ্ণুপুর মল্লরাজাদের রাজধানী হিসাবে বিশ্বের দরবারে দৃষ্টি আকর্ষণ করেছে। তাই পর্যটকরা এখানে এলে মন্দির দেখে চলে যেত, তাই পর্যটকদের দৃষ্টি আকর্ষণ করতে এবং আরও বেশি সময় ধরে এখানে যাতে থাকতে পারে, সেই উদ্দেশ্য এই ” পোড়ামাটির হাঁট” শুরু করা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here