সংবাদদাতা,নদীয়াঃ- শান্তিপুরের স্থানীয় দুই সিপিএম নেতার নামে খুনের হুমকি দিয়ে পোস্টার দেওয়ার অভিযোগ উঠল এলাকারই ক্লাব সদস্য়দের বিরুদ্ধে। শান্তিপুর হাসপাতাল সংলগ্ন ৪নম্বর ওয়ার্ডের সিপিআইএম এর শাখা অফিসটিতে এখনও নিয়মিত কর্মীরা আলাপ আলোচনা ও আগামীর কর্মসূচির পরিকল্পনা করেন। এই শাখা অফিস সংলগ্ন ফাঁকা জায়গায় একটি জলের কল বসানো হয়েছিল। এলাকার ব্যবসায়ী, পথচলতি মানুষ ও হাসপাতালে আসা রোগীর পরিবার বর্গের কথা ভেবে। অভিযোগ হাসপাতাল কোয়াটার সংলগ্ন স্থানীয় এবং বহিরাগত কিছু লোকের দ্বারা গঠিত “হ্যাপি ক্লাব” এর কিছু সদস্য গত ১১ অক্টোবর ওই জলের কলটি তুলে অন্যত্র বসায়। কারণ ওই কলের জায়গায় ক্লাব ঘর তৈরি হবে। ঘটনাটি জানাজানি হতেই প্রশাসনের কাছে লিখিত অভিযোগ করেন সিপিআইএম দলের ৪ নম্বর ওয়ার্ড শাখা সম্পাদক বিদ্যুৎ দত্ত। তাৎক্ষণিক পদক্ষেপ নেয় শান্তিপুর প্রশাসন। ওই কল পুরনো জায়গাতেই প্রতিস্থাপন করে দিয়ে যান প্রশাসনের কর্মীরা। এরপর শুক্রবার সকালে সিপিএম শাখা অফিসের দরজায় পোস্টার সাঁটানো অবস্থায় দেখতে পান দলের কর্মীরা। ওই পোস্টারে স্থানীয় সিপিআইএম নেতা অমল নন্দি এবং শাখা সম্পাদক বিদ্যুৎ দত্তের প্রাণনাশের হুমকি দেওয়া হয়। দুই সিপিএম নেতার দাবি হ্যাপি ক্লাবের দুই সদস্য কৃষ্ণ নাগ এবং খোকন দাস পোস্টার লাগানোর ঘটনার সঙ্গে যুক্ত। দুজনের নামে থানায় অভিযোগ জানানো হবে বলেও জানিয়ে দেন স্থানীয় দুই নেতা। অন্যদিকে অভিযুক্ত দুই ব্যক্তিই অভিযোগ অস্বীকার করেছেন। অভিযুক্ত কৃষ্ণ নাগের দাবি তাদের ও তাদের ক্লাবকে বদনাম করতেই কেউ ওই পোস্টার লাগিয়েছে। তারা ওই ঘটনার সঙ্গে কোনওভাবেই যুক্ত নন। অপরদিকে অন্য অভিযুক্ত খোকন দাসের দাবি তিনি হ্যাপি ক্লাবের সঙ্গে যুক্ত নন এবং ঘটনার দিন হাটে কাপড় বিক্রি করতে গিয়েছিলেন।