সন্তোষ মন্ডল, আসানসোলঃ- অসুস্থ শরীরে তিনশো মিটার দূর থেকে জল আনতে যেতে হয় মা কে । তাই দু’ বছরের চেষ্টায় নিজেই একটা পাতকুয়ো কেটে ফেললেন পশ্চিম বর্ধমানে এক শিক্ষিতা আদিবাসী মেয়ে । শনিবার সেই পাতকুয়োয় জল এসেছে । ছোটবেলা থেকে জলের জন্য মায়ের এই কষ্ট দেখে তা লাঘব করার জন্য জেদ চেপে গিয়েছিলো ববিতা সোরেনের । শাবল , গাঁইতি আর মনের জোর নিয়ে নেমে পড়েছিলেন পাতকুয়ো খোঁড়ার কাজে । ববিতা তখন বর্ধমান বিশ্ববিদ্যালয়ের ছাত্রী । বর্তমানে রাষ্ট্রবিজ্ঞানের স্নাতকোত্তর ববিতা এখন গলসিতে বি এড পড়ছেন । রানিগঞ্জের বক্তারনগর রেলপাড়ের বাসিন্দা ববিতার বাবা হপনা সোরেন সামান্য বেতনে একটি বেসরকারি সংস্থায় কাজ করেন । ভাই গাড়ি চালক । পড়াশোনার ফাঁকে ছুটিতে বাড়িতে এসে একটু একটু করে মাটি কেটে রাখতেন ববিতা । লকডাউনের ফলে একটানা কাজ চালিয়ে যাওয়ার ফলে কুয়োতে জল এসেছে শনিবার ।