সংবাদদাতা, বাঁকুড়াঃ- এই মুহূর্তে সারা বিশ্ব করোনা ভাইরাসের কবলে পড়ে জর্জরিত। আর এইরকম কঠিন পরিস্থিতিতে আর্থিক সংকটে পড়েছেন বাঁকুড়া জেলার ইন্দাসের মৃ্ৎশিল্পীরা। অন্যান্য বছরের তুলনায় এবার বিশ্বকর্মা ঠাকুরের চাহিদা নেই বললেই চলে। এর কারণ করোনা ভাইরাস। রবীন্দ্রনাথ কর, বিদ্যুত রুইদাস নামে মৃ্ৎশিল্পীরা বলেন, করোনা আতঙ্ক এবং লকডাউনের জন্য চার পাঁচ মাস কাজ বন্ধ। জিনিসের দাম বেশি। এর উপর নির্ভর করে আমাদের সংসার চলে কিন্তু এবছর করোনার আবহে কোন ঠাকুরের চাহিদা নেই। ফলে সংসার চলছে না এখন কি ভাবে সংসার চলবে তাই ভেবে পাচ্ছি না।