সংবাদদাতা,বাঁকুড়া:- পুকুরে স্নান করতে নেমে তলিয়ে গেলেন এক ব্যক্তি। ঘটনাটি ঘটেছে বিষ্ণুপুর পৌরসভার দশ নম্বর ওয়ার্ডের বদির পুকুর এলাকায়।এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক চাঞ্চল্য তৈরি হয়। মৃত ব্যক্তির নাম মাণিক ব্যানার্জি । বয়স 56 বছর । বাড়ি বিষ্ণুপুরের সোনামুখী মোড় সংলগ্ন এলাকায় ।
স্থানীয় সূত্রে জানতে পারা যায়,গতকাল সন্ধ্যা নাগাদ চট্ট পুকুরে স্নান করতে নামে পেশায় পুরোহিত মানিক ব্যানার্জি । তখনই তিনি পুকুরের জলে তলিয়ে যান । তার চিৎকার শুনতে পেয়ে স্থানীয় বাসিন্দারা ঘটনাস্থলে ছুটে যান এবং খবর দেন স্থানীয় কাউন্সিলরকে। পরে পুলিশকে খবর দেওয়া হলে তড়িঘড়ি ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ। কিন্তু ততক্ষণে সবশেষ । স্থানীয় মৎস্যজীবীদের সহযোগিতায় ওই ব্যক্তির মৃতদেহ উদ্ধার করা হয় । বিষ্ণুপুর থানার পুলিশ মৃতদেহ উদ্ধার করে বিষ্ণুপুর জেলা হাসপাতালে ময়না তদন্তের জন্য পাঠায়।