eaibanglai
Homeএই বাংলায়স্কুল শিক্ষকদের গৃহশিক্ষকতা বন্ধে ফের পথে নামলো পশ্চিমবঙ্গ গৃহ শিক্ষক কল্যাণ সমিতি

স্কুল শিক্ষকদের গৃহশিক্ষকতা বন্ধে ফের পথে নামলো পশ্চিমবঙ্গ গৃহ শিক্ষক কল্যাণ সমিতি

সংবাদদাতা, বাঁকুড়াঃ- সরকার পোষিত স্কুল শিক্ষকদের গৃহশিক্ষকতা বন্ধে ফের পথে নামলো পশ্চিমবঙ্গ গৃহ শিক্ষক কল্যাণ সমিতি। শুক্রবার সংগঠনের সদস্যরা এবিষয়ে নিজেদের দাবীর সমর্থণে বাঁকুড়া জেলাশাসকের দপ্তরে মিছিল করে গিয়ে ডেপুটৈশন দেন।

আন্দোলনকারী সংগঠনের বাঁকুড়া জেলা কমিটির পক্ষ থেকে দাবী করা হয়েছে, সরকারী নিষেধাজ্ঞা অমান্য করে এখনো জেলার বেশ কিছু শিক্ষক গৃহশিক্ষকতা চালিয়ে যাচ্ছেন। বিষয়টি নিয়ি বার বার প্রশাসনের বিভিন্ন স্তরে জানিয়েও কোন কাজ হয়নি বলে তাদের অভিযোগ।

এদিন ডেপুটেশন কর্মসূচীতে অংশ নিয়ে পশ্চিমবঙ্গ গৃহ শিক্ষক কল্যাণ সমিতির রাজ্য কো-অর্ডিনেটর উজ্জ্বল দত্ত বলেন, সরকারের তরফে স্পষ্ট নির্দেশিকা থাকা সত্ত্বেও সরকার প্রোষিত স্কুলের এক শ্রেণীর শিক্ষক-শিক্ষিকা এখনো গৃহশিক্ষকতা চালিয়ে যাচ্ছেন। তারই প্রতিবাদে ও সরকারী আইনের সঠিক প্রয়োগের দাবীতে আমরা জেলাশাসকের দপ্তরে ডেপুটেশন দিতে এসেছি। এই মুহূর্তে জেলায় ৭০০ থেকে ১০০০ জন শিক্ষক-শিক্ষিকা এই বেআইনী কাজে যুক্ত। তাদের তালিকা জেলাশাসকের দপ্তরে জমা দেবেন বলে তিনি জানান।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments