নিউজ ডেস্ক, এই বাংলায়ঃ ফের মাওবাদী হামলা পুরুলিয়ায়। এবার মাওবাদীদের হামলায় শহীদ হলেন ৫ পুলিশকর্মী। ঘটনা পুরুলিয়া-ঝাড়খন্ড সীমান্ত এলাকার। জানা গেছে, শুক্রবার বিকেলে আচমকায় মাওবাদী কমান্ডার মহারাজ পরামানিকের নেতৃত্বে ভিড়প্রবন এক বাজারে পুলিশকর্মীদের ওপর হামলা করে। কিছু বুঝে ওঠার আগেই পুলিশকর্মীদের ওপর এলোপাথাড়ি গুলি চালালে ঘটনাস্থলেই মৃত্যু হয় পাঁচ পুলিশকর্মীর। কোনওরকমে পালিয়ে প্রাণে বাঁচেন গাড়ির চালক। মৃত পুলিশকর্মীদের মধ্যে রয়েছেন স আই গোবরধন পাশওয়ান, কনস্টেবল মুন্দন হাঁসদা, যুধিষ্ঠির মালওয়া, দিব্রু পূর্তি ও ধনেশ্বর মাহাতো| এমনিতেই বরাবরই পুরুলিয়া এবং সীমান্ত লাগোয়া ঝাড়খন্ডে সক্রিয় মাওবাদীরা। কিন্তু গত বেশ কয়েকবছরে ক্রমে মাওবাদীদের শক্তিক্ষয়েরর জেরে দেওয়ালে পিঠ ঠেকছিল তাদের। আর মূলত সেইকারণেই নিজেদের অস্তিত্ব জানান দিতে পুলিশের ওপর এহেন নৃশংস হামলা বলে মনে করা হচ্ছে। যদিও ঘটনা তথা এই কাপুরুষোচিত হামলার তীব্র নিন্দা করে ঝাড়খন্ডের মুখ্যমন্ত্রী জানিয়েছেন পুলিশকর্মীদের এই বলিদান বৃথা যাবে না। ইতিমধ্যেই মাওবাদী কমান্ডার মহারাজ পরামানিকের ওপর পুরস্কার ধার্য করা হয়েছে। পুলিশের একটি সূত্র থেকে জানা গেছে, মাও নেতা মহারাজ পরামানিক মাওনেতা কুন্দন পাহানের ঘনিষ্ঠ।