eaibanglai
Homeএই বাংলায়দিদিকে বলো ফোন নাম্বারে ফোন করে সুরাহা পাচটি পরিবারের

দিদিকে বলো ফোন নাম্বারে ফোন করে সুরাহা পাচটি পরিবারের

নিজস্ব প্রতিনিধি, বাঁকুড়া :

দিদিকে বলো ফোন নাম্বারে অর্থাৎ ৯১৩৭০৯১৩৭০ নাম্বারে ফোন করে পাত্রসায় থানার বিয়ুর বেতুর পঞ্চায়েতের বেতুর গ্রামের শ্যামাপদ পালিত , গোপাল মুখার্জি , প্রদ্যুৎ মুখার্জি , শ্যামদাস সরকার , কার্তিক বিশ্বাস রা তাদের নিজেদের সমস্যা এবং তাদের এলাকার সমস্যার কথা জানায় এরপর আজ দিদিকে বলো কর্মসূচির পক্ষ থেকে এদিন পাত্রসায়ের ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি পার্থপ্রতিম সিংহ মহাশয় , পাত্রসায়ের ব্লক তৃণমূল কংগ্রেস যুব সভাপতি সুব্রত দত্ত , বিয়ুর বেতুর গ্রাম পঞ্চায়েতের প্রধান , উপপ্রধান সহ দলীয় কর্মীরা দল বেঁধে শ্যামাপদ পালিত , গোপাল মুখার্জি , প্রদ্যুৎ মুখার্জি , শ্যামাদাস সরকার , কার্তিক বিশ্বাসদের বাড়ি বাড়ি গিয়ে তাদের সমস্যার কথা শোনেন এবং তাদের নিজেদের ও তাদের গ্রামের যে সমস্ত সমস্যা আছে তা দূরীকরণ করার আষ্যত্ব করেন |

শ্যামাপদ পালিত , গোপাল মুখার্জি , কার্তিক বিশ্বাস , বলেন আমরা দিদিকে বলো ফোন নাম্বারে ফোন করে আমাদের এবং আমাদের গ্রামের সমস্যার কথা বলি যে কারনে আজ আমাদের বাড়িতে বাড়িতে আমাদের ব্লকের সভাপতি পার্থপ্রতিম সিংহ বাবু এসেছেন এবং আমাদের ও আমাদের গ্রামের যা সমস্যা আছে সে গুলি শুনলেন এবং আমাদেরকে ভরসা দিলেন ওনারা আমাদের এবং আমাদের গ্রামের সমস্ত সমস্যা দূর করবেন , এতে আমরা খুব খুশি |

এদিন এরপর পাত্রসায়ের তৃণমূল কংগ্রেস ব্লক সভাপতি পার্থপ্রতিম সিংহের নেতৃত্বে বেতুর গ্রামে একটি দিদিকে বলো কর্মসূচিও হয় তাতে গ্রামের বহু মানুষ তাদের সমস্যার কথা জানায় | এবং সবাইকে দিদিকে বলো কার্ড ও মোবাইল ইস্টিকার দেওয়া হয় |

সর্বপরি পাত্রসায়ের তৃণমূল কংগ্রেস ব্লক সভাপতি পার্থপ্রতিম সিংহ মহাশয় বলেন , যে সমস্ত ব্যক্তিদের নাম রাজ্য থেকে আমার কাছে পাঠানো হয়েছে আমি তাদের বাড়িতে গিয়ে তাদের অভাব অভিযোগ শুনলাম । এছাড়াও তিনি বলেন এখনো যেখানে যেখানে কাজের খামতি রয়েছে আগামী কয়েক মাসের মধ্যেই আমরা সে সমস্ত কাজ গুলি সম্পূর্ণ করে দেবো ।

তিনি বলেন সাধারণ মানুষের অভাব অভিযোগ শুনলাম , যেগুলো আমাদের পক্ষে সমস্যার সমাধান করা সম্ভব সেগুলো আমরাই করব এবং যেগুলো আমাদের দ্বারা সম্ভব নয় সেগুলো উর্দ্ধতন কর্তৃপক্ষকে আমরা জানাবো ।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments