সংবাদদাতা, ক্যানিং: দিনে দিনে বেড়ে চলেছে যানবাহন। আর এর সাথে পাল্লা দিয়ে এগিয়ে যাচ্ছে পরিবেশের দূষণ মাত্রা। আর ওই দূষণের মাত্রা অতি সক্রিয় হয়ে ওঠায়, বিশ্বের ভবিষ্যৎ অতি চিন্তায়। সমস্ত জীবজগৎ কে গ্রাস করে ফেলেছে দূষণ। আর সেই দূষণকে বসে আনতে না পারলে জীবজগৎ এর ভবিষ্যৎ সংকট জনক হবে এমনিই মত পরিবেশবিদ এর। আর সেই পরিবেশের কথা মাথায় রেখে এক অভিনব ভাবনায় পূজা মণ্ডপ তৈরী করছেন ক্যানিং পড়ামুড়া গ্রামের গ্রামবাসীরা।

তাদের এবারের ভাবনা , যানবাহনে অগ্রগতি, পরিবেশে ক্ষতি। ভবিষ্যৎতের কথা মাথায় রেখে, অতিতে ফিরতে চাই বর্তমান। যেখানে মণ্ডপটি তৈরী হচ্ছে একটি গোটা উড়োজাহাজ দিয়ে। আর তাদের মূল ভাবনা, বর্তমানের যানবাহনের উপর নিয়ন্ত্রণ করে, অতিতে ঠেলা গাড়ি, ঠনঠনি, পালকি সহ বিভিন্ন যানবাহন। আর তা থেকে হয়তো কমতে পারে পরিবেশের দূষণ মাত্রা। আর এই মণ্ডপটি তৈরী করতে গ্রামবাসীরা দিন রাত এক করে কর্মকাজে নিযুক্ত হয়েছেন।
