সংবাদদাতা, বর্ধমানঃ- মেমারিতে পাবজি প্রতিযোগিতা বন্ধ করে দিল পুলিশ টাকা নিয়ে ওই খেলার আয়োজন করার অভিযোগে উদ্যোক্তাদের দুজনকে আটক করেছে পুলিশ।
মেমারির চকদিঘি মোড়ের একটি লজে চলছিল পাবজি প্রতিযোগিতা। চারজনের টিম। জন প্রতি এন্ট্রি ফি ষাট টাকা। অর্থাৎ একটি টিমকে দিতে হবে দুশোচল্লিশ টাকা। এরকম অন্তত একশোটি টিম এই পাবজি প্রতিযোগিতায় নাম লিখিয়েছিল। কমপিউটার, নেট কানেকশনের ব্যবস্থা করেছিল উদ্যোক্তারা।
ট্রফি ছাড়াও ছিল প্রথম পুরস্কার পনের হাজার টাকা। ছিল আকর্ষণীয় দ্বিতীয় ও তৃতীয় পুরস্কারও। খবর পেয়ে সেখানে হানা দেয় পুলিশ।
স্হানীয় বাসিন্দারাই পুলিশকে বিস্তারিত জানিয়ে খেলা বন্ধের আর্জি জানান। বাসিন্দাদের অভিযোগ, এই অনলাইন গেমের চক্করে পড়ে যুবসমাজ শেষ হয়ে যাচ্ছে। পাবজিকে সামনে রেখে জুয়া চলছে। দেশের কিছু অংশে পাবজি নিষিদ্ধ হয়েছে। এখানেও এর বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়া হোক।