সংবাদদাতা, বাঁকুড়াঃ- গত পাঁচ তারিখ রাম মন্দির প্রতিষ্ঠার ভূমি পুজোর দিন রাজ্য সরকার গোটা বাংলা জুড়ে লকডাউন ঘোষণা করেছিলেন। সে কারণেই সরকারের বিরুদ্ধে প্রায়শ্চিত্ত করতে মাথা ন্যাড়া করে বিষ্ণুপুরের ষাঁড়েশ্বর শিব মন্দিরে যজ্ঞ করলেন বিষ্ণুপুর লোকসভা কেন্দ্রের বিজেপি সাংসদ সৌমিত্র খাঁ। সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন, রাজ্যের মানুষের এবং বিষ্ণুপুর লোকসভা কেন্দ্রের মানুষের উন্নতির জন্য এবং রাজ্য সরকারের প্রায়শ্চিত্ত করার জন্যই এই যজ্ঞ। এই কর্মসূচিকে ঘিরে বিজেপি কর্মীদের মধ্যে উন্মাদনা ছিল চোখে পড়ার মতো। তবে কোন কোন বিজেপি বিজেপি কর্মী বিনা মাক্স পড়েই কর্মসূচিতে অংশগ্রহণ করেছেন এমনও ছবি উঠে এলো আমাদের ক্যামেরায়।
তবে বিজেপি সাংসদ সৌমিত্র খাঁর এই কর্মসূচিকে কটাক্ষ করতে ছাড়েননি তৃণমূল কংগ্রেস। রাজ্যের প্রাক্তন আবাসনমন্ত্রী তথা বিষ্ণুপুর পৌরসভার বর্তমান প্রশাসন শ্যাম মুখার্জী বলেন, একজনের মাথা ন্যাড়া করাতে ভগবান যে খুশি হয়েছেন ৫০০ জন মাথা ন্যাড়া করলে ভগবান আরো বেশি খুশি হত। এছাড়াও তিনি বলেন রাজ্য সরকারের বদনাম না করলে ও দলে জায়গা পাবেনা, দলে সম্মান পাবে না, পদ পাবে না এটা ও করেই যাবে।