সংবাদদাতা,বহরমপুর:-
প্রবল উৎসাহ আর উদ্দীপনার মধ্য দিয়ে বিকেলে পুজোর গাইড ম্যাপ ও পথ নির্দেশিকা প্রকাশ করল জেলা পুলিস সুপার শ্রী মুকেশ কুমার। পুজোর দিনগুলিতে মানুষের সুবিধার জন্য বিশেষ উদ্যোগ। জেলা পুলিশ সুপারের উপস্থিতিতে এই গাইড ম্যাপ প্রকাশ করা হয়। এই গাউড ম্যাপে থাকবে এলাকার পুজো নিয়ে নানান তথ্য। সেখানে থাকবে পুজোর দিনগুলিতে কোন কোন রাস্তায় যান চলাচল স্বাভাবিক থাকবে এবং কোন কোন রাস্তাগুলিতে যান চলাচল বন্ধ থাকবে। এছাড়াও থাকবে গুরুপ্তপূর্ন ফোন নাম্বার। রাস্তার বিশেষ বিশেষ জায়গাতে এই গাইড ম্যাপগুলি টাঙানো থাকবে। যাথে পুজোর সময় মানুষ বিপদে পড়লে সেই নাম্বারে ফোন করতে পারে। গাইড ম্যাপ উদ্বোধনের সময় উপস্থিত ছিলেন জেলা পুলিস সুপার সহ অন্যান্য পুলিস আধিকারিকগন।