eaibanglai
Homeএই বাংলায়ঝালদা ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রকে মহকুমা হাসপাতাল গড়ে তোলার দাবিতে স্মারকলিপি

ঝালদা ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রকে মহকুমা হাসপাতাল গড়ে তোলার দাবিতে স্মারকলিপি

জয়প্রকাশ কুইরি ,পুরুলিয়া : ঝালদা ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রকে মহকুমা হাসপাতাল গড়ে তোলার দাবিতে, ঝালদা এক নাম্বর ব্লকের গ্রামবাসীর পক্ষ থেকে ব্লক স্বাস্থ্য আধিকারিক দেবাশীষ মন্ডল কে স্বারক লিপি দেওয়া হলো | গ্রামবাসীদের পক্ষে জগদীশ মাহাতো , পরেশ কুমার প্রমুখরা বলেন ঝালদা মহকুমা ঘোষণার পর থেকেই দেখে আসছি উন্নত চিকিৎসার জন্য পার্শ্ববর্তী বাগমুন্ডি , কোটশিলা , আড়সা ইত্যাদি ব্লক এলাকা থেকে রুগী আসছে প্রায় নিত্যদিনই ফলে স্বাভাবিক ভাবেই এই ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রের উপর ক্রমশ চাপ বাড়ছে, তাই আমরা এলাকার গ্রামবাসীদের পক্ষ থেকে লিখিত আবেদন বা স্বারক লিপি দিলাম ঝালদা ব্লক স্বাস্থ্য আধিকারিক ও সমষ্টি উন্নয়ন আধিকারিকে | বিষয়টি নিয়ে ঝালদা এক নাম্বার ব্লক স্বাস্থ্য আধিকারিক দেবাশীষ মন্ডলের কাছে জানতে চাওয়া হলে তিনি বলেন গ্রাম বাসীদের পক্ষ থেকে একটা স্বারক লিপি পেয়েছি ,তাদের দাবি তাতে তুলে ধরা হয়েছে,তাদের দাবি গুলি আমি উর্দ্ধতন কর্তৃপক্ষকে জানাবো | তবে এদিন তিনিও স্বীকার করে বলেন ঝালদা মহকুমা হওয়ার পর থেকেই এই হাসপাতালে শুধু মাত্র ঝালদা এলাকা নয় বাঘমুন্ডি, কোটশিলা ও অড়সা ব্লক এলাকার বিভিন্ন গ্রাম থেকে প্রায়ই রুগী আসছেন এই স্বাস্থ্য কেন্দ্রে | জানা এই স্বাস্থ্য কেন্দ্রে বেডের সংখ্যা মাত্র 30 টি, যার কারণে অনেক সময় রোগীদের কে মাটিতে শুইয়েই চিকিৎসা করাতে হয় |তবে এখন দেখার বিষয় কতদিন পরে ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র থেকে মহকুমা হাসপাতালে পরিণত হচ্ছে ? আর কবেই বা মিটবে রোগীদের সমস্যা ?সেই দিকেই তাকিয়ে জঙ্গল মহলে থাকা এই গ্রামগুলির মানুষ |

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments