পুরুলিয়ার মঠ থেকে পলাতক দুই কিশোরী উদ্ধার

939

নিউজ ডেস্ক, এই বাংলায়ঃ পুরুলিয়া আনন্দ মঠ হোম থেকে পালানো দুই কিশোরিকে উদ্ধার করলো পুরুলিয়া মফস্বল থানার পুলিশ। গত ১৮ই জুলাই পুরুলিয়া আনন্দ মঠ হোম থেকে দেওয়াল টপকে পালিয়ে যায় বাঁকুড়া জেলার বাসিন্দা রায়না পাত্র ও সুস্মিতা কর্মকার| হোমের তরফে পুলিশে খবর দেওয়া হলে পুলিশ তদন্ত শুরু করে। সেই মতো পলাতক ওই দুই কিশোরির খোঁজে মফস্বল থানার পুলিশ হুগলী জেলার তারকেশ্বর এলাকার মুক্তারপুরে পাড়ি দিয়ে দুজনকে উদ্ধার করে| পুলিশসূত্রে জানা গেছে, মুক্তারপুরে পালিয়ে গিয়ে ওই দুই কিশোরী একটি দোকানে কাজে যোগ দিয়েছিল। বুধবার রাতএ তাদের পুরুলিয়ায় নিয়ে আসা হয়। তাদের বিরুদ্ধে মমলা দায়ের করা হয়েছে বলে জানা গেছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here