eaibanglai
Homeএই বাংলায়বেহাল রিজার্ভার থেকে খসে পড়ছে চাঙড়, ভেঙে পড়ার আতঙ্ক

বেহাল রিজার্ভার থেকে খসে পড়ছে চাঙড়, ভেঙে পড়ার আতঙ্ক

জয়প্রকাশ কুইরি , পুরুলিয়া : জনস্বাস্থ্য কারিগরি দপ্তরের রিজার্ভারের বেহাল দশা। প্রায় দিনই ভেঙে পড়ছে রিজার্ভারের চাঙড়। এমনই ছবি পুরুলিয়ার ঝালদা পুরসভার জনস্বাস্থ্য কারিগরি দপ্তরের জলের রিজার্ভারের। ফলে আতঙ্কে রয়ছেন আশেপাশের এলাকার মানুষজন। তাদের আশঙ্কা, রাস্তা দিয়ে হাঁটাচলা করা বা অজান্তে কোনও পথচারী ওই রিজার্ভারের নিচে দাঁড়ালে যেকোনো সময় ঘটে যেতে পারে ভয়াবহ দুর্ঘটনা। তাদের অভিযোগ দীর্ঘদিন ধরেই ঝালদা পুর শহরে থাকা জনস্বাস্থ্য কারিগরি দপ্তরের রিজার্ভারের অবস্থা বেহাল| ফলে মাঝে মধ্যেই চাঙড় খসে পড়ে বলে অভিযোগ| রিজার্ভারটির হাল এতটাই বেহাল যে সেখানে একাধিক জায়গায় ছিদ্রও হয়ে গিয়েছে| ফলস্বরূপ রিজার্ভারে একটু বেশি জল ভরলেই ছিদ্র দিয়ে জল গড়িয়ে পড়ে রাচি-পুরুলিয়া রাজ্য সড়কে| ঝালদা পুর শহরের বেশ কয়েক জন নাগরিকের আশঙ্কা, বর্তমানে যে অবস্থায় রিজারভারটি রয়েছে তাতে যেকোনো সময় সেটি হুড়মুড়িয়ে ভেঙে পড়তে পারে। এই আতঙ্কেই এখন এলাকার নাগরিকরা। অবিলম্বে ওই রিজার্ভারটি সংস্কারের দাবি জানিয়েছেন তারা। জানা গেছে রিজার্ভারটি জনস্বাস্থ্য কারিগরি দপ্তরের হলেও ঝালদা পুর শহরের পানীয় জল সরবরাহের সমস্ত দায়িত্ব ঝালদা পুরসভার| ফলে আপাতত কবে এই বেহাল রিজার্ভারের সংস্কার হয় সেদিকেই তাকিয়ে এলাকাবাসী।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments