eaibanglai
Homeএই বাংলায়রাহুল গান্ধীর সংসদ পদ খারিজের প্রতিবাদে যুব কংগ্রেসের পথ অবরোধ ও পথসভা

রাহুল গান্ধীর সংসদ পদ খারিজের প্রতিবাদে যুব কংগ্রেসের পথ অবরোধ ও পথসভা

জয়প্রকাশ কুইরি ,পুরুলিয়া : রাহুল গান্ধীর সংসদ পদ খারিজের ঘটনার তীব্র প্রতিবাদে শনিবার কোটশিলা যুব কংগ্রেসের পক্ষ থেকে করা হলো পথ অবরোধ । এদিন পথ অবরোধের পাশাপাশি তারা একটি পথসভাও করেন। আর সেখান থেকেই কেন্দ্রের শাসক দল বিজেপির বিরুদ্ধে লাগাতার আন্দোলনের বার্তা দেন পুরুলিয়া জেলা কংগ্রেস সভাপতি নেপাল মাহাতো । গণতন্ত্রের কালাদিবস দাবী করে তিনি বলেন কেন্দ্রের সরকারের আর এক মুহূর্তও ক্ষমতায় থাকার নৈতিক অধিকার নেই। তিনি আরও বলেন রাহুল গান্ধী আদানীর নিয়ে প্রধানমন্ত্রীকে প্রশ্ন করেছিলেন। তাই তাকে এভাবে সংসদ পথ থেকে সরানো হল। আদানীর মত কর্পোরেট হাউসগুলোর কাছে দেশকে বিক্রি করে দেওয়া হচ্ছে । রাহুল গান্ধী এরই প্রতিবাদ করেছেন। এই প্রতিবাদ হতেই থাকবে। রাহুল গান্ধীর মা সোনিয়া গান্ধী প্রধানমন্ত্রীর পদ থেকে ত্যাগ করেছিলেন। তাদের পদের প্রতি কোন লোভ নেই। তবে গণতন্ত্রকে রক্ষা করার তাগিদে এই সিদ্ধান্তের বিরুদ্ধে আন্দোলন তীব্র থেকে তীব্রতর করা হবে বলে জানান তিনি। বিজেপি মানুষের কাছে এনিয়ে কোন জবাব দিতে পারবে না বলেও দাবী করেন তিনি। উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গ প্রদেশ কংগ্রেস কমিটির সদস্য নিরঞ্জন রজক , পুরুলিয়া জেলা আইএনটিইউসি সভাপতি নির্মল কুমার ও ঝালদা ২ নং ব্লক সভাপতি ফণিভূষণ কুমার সহ ব্লক ও অঞ্চল অন্যান্য নেতৃত্ব থেকে কর্মী সমর্থক।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments