১২১ বছরে রেকর্ড গরমের সাক্ষী থাকবে ২০২১, জানিয়েছে মৌসম বিভাগ

313

এই বাংলায় ওয়েব ডেস্কঃ- তীব্র দাবদাহের পর স্বস্তির নিশ্বাস, কালবৈশাখীর ঝড় সঙ্গে ঝাঁপিয়ে বৃষ্টি। শনিবার বিকেলে দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ঝাঁপিয়ে নামল বৃষ্টি। আসানসোল সহ কয়েক জয়াগায় শিলাবৃষ্টিও হয়েছে। এদিন বিকেলে হঠাৎ কালো মেঘে ঢেকে যায় দক্ষিণবঙ্গের আকাশ। এরপরই শুরু হয় ধুলোর ঝড়। আর তার পিছু নেয় বৃষ্টি। দীর্ঘ প্রতিক্ষা শেষে নতুন বছরে এদিন প্রথম বৃষ্টি ভিজিয়ে দিল, গ্রাম, শহর, শহরতলী। সাময়িক হলেও প্যাঁচপ্যাঁচে গরম থেকে খানিক স্বস্তি পেল পশ্চিম বর্ধমান, বাঁকুড়া সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলার মানুষ।

যদিও হঠাৎ, হঠাৎ সাময়িক বৃষ্টির জেরে গরম খুব একটা কমবে না। এমনটাই জানাচ্ছেন আবহাওয়াবিদরা। বরং ১২১ বছরে রেকর্ড গরমের সাক্ষী থাকতে চলেছে ২০২১। এমনটাই জানিয়েছে মৌসম বিভাগ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here