বিনোদন ডেস্ক, এই বাংলায়ঃ এক বছর আগেই প্রসেনজিৎ চট্টোপাধ্যায় নির্বাচিত হয়েছিলেন কলকাতা চলচ্চিত্র উৎসবে চেয়ারম্যান হিসেব। বছর ঘুরতে না ঘুরতে বড়সড় রদ বদল হল এই পদে। সরে গেলে অভিনেতা। বদলে জায়গা করে নিলেন পরিচালক। শুক্রবার এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে প্রকাশ্যে নিয়ে আসা হয়েছে এই খবর। কলকাতা চলচ্চিত্র উৎসবের চেয়ারম্যানের পদে কেন এই বদল, তা নিয়ে বর্তমানে জোড় জল্পনা। পদে নতুন চেয়ারম্যান হিসেবে নির্বাচিত হয়েছেন পরিচালক রাজ চক্রবর্তী। বিগত দশ বছর ধরেই বদলে গিয়েছে কলকাতা চলচ্চিত্র উৎসবের আদল। সেই দিকে নজর দিয়ে তড়িঘড়ি রদ বদলের সিদ্ধিন্ত নেওয়া হল সরকারের পক্ষ থেকে। কেন সরে যেতে হল অভিনেতাকে! নেটিজেনদের একাংশের মত সম্প্রতিই তাঁকে ইডি তলব করেছে। যার ফলে তাকে নিয়ে সমস্যা হতে পারে। এমন কাউকে এই পদে রাখতে নারাজ সরকার। চলতি বছরে ২৫তম বর্ষে পদার্পণ করল কলকাতা চলচ্চিত্র উৎসব। তাই ইতিমধ্যেই শুরু হয়েগিয়েছে মিটিং, চলছে পরিকল্পনাও। তবে সমানে উপস্থিতও ছিলেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। প্রতিবারের মতই ঢেলে সাজানো হবে নন্দন চত্বর। সেই দিকে নজর দিয়েই এবার আশাবাদী রাজ চক্রবর্তী। আনন্দের সঙ্গেই জানালেন যে তিনি যে ভার পেয়েছেন তা তিনি কর্তব্যের সঙ্গেই পালন করবেন। এখন দেখার এই বদলের সঙ্গে কতটা বদল ঘটে চলচ্চিত্র উৎসবের।
Home Flash News প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের পরিবর্তে রাজ চক্রবর্তী, বদল হল কলকাতা চলচ্চিত্র উৎসবে চেয়ারম্যানের পদ