উখড়ায় সাড়ম্বড়ে পালিত হল রাখি বন্ধন উৎসব

376

সংবাদদাতা,অন্ডালঃ- সোমবার খনি অঞ্চলের উখরায় ট্রাফিক পুলিশ ও বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগে পালিত হলো গণ রাখি বন্ধন উৎসব। স্থানীয় বাজপায় মোড়ে অন্ডাল ট্রাফিক পুলিশ ও “চেষ্টা” নামে একটি সেচ্ছাসেবি সংগঠনের উদ্যোগে পথচলতি মানুষদের হাতে রাখি বাধা হয়। সেই সাথে হাত শুদ্ধি ও মাস্ক বিতরন করা হয়। উপস্থিত ছিলেন অন্ডাল ট্রাফিক পুলিশের ওসি তপন দুবে সহ অন্যান্য পুলিশকর্মীরা। উখরা স্কুল মোড়ে রাখি বন্ধন পালন করা হয় তৃণমূল কংগ্রেসের বিভিন্ন শাখা সংগঠনের পক্ষ থেকে। উপস্থিত ছিলেন উখরা গ্রাম পঞ্চায়েত প্রধান রিতা ঘোষ রাজু মুখোপাধ্যায় সহ অন্যান্য পঃ সদস্যরা। অন্যদিকে পুরাতন হাট তলায় “প্রয়াস” নামে একটি স্বেচ্ছাসেবী সংগঠন ও রাখি বন্ধন উৎসবের আয়োজন করেছিল। স্বাস্থ্যবিধি ও সামাজিক দূরত্ব যদি মেনে এই উৎসব হয়েছে বলে জানান সংগঠনের পক্ষে সুরজিৎ দাঁ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here