সংবাদদাতা, বাঁকুড়াঃ- নোবেল করোনাভাইরাস গোটা বিশ্বের সাধারণ মানুষের চাওয়া পাওয়া গুলোকে এক নিমেষে ধ্বংস করে দিয়েছে। নীল আকাশে উড়ে বেড়ানো স্বপ্নগুলো আজ কালো মেঘে পরিণত হয়েছে। আর সে কারণেই এবছর অভিনব পদ্ধতিতে রাখি বন্ধন উৎসব সারলেন বাঁকুড়া জেলার বিষ্ণুপুর পৌরসভার নয় নম্বর ওয়ার্ডের রানার পুকুরের এক গৃহবধূ দেবজানি মিশ্র দত্ত। ভাই সুপ্রীয়ম মিশ্র থাকেন বাঁকুড়া জেলার জুনবেদিয়া এলাকায়। এই মুহূর্তে ওই এলাকা কন্টাইন্মেন্ট জোন হিসেবে ঘোষিত হয়েছে। আর সে কারণেই এবছর দিদির বাড়ি আসা হয়নি তার। আর তাই বলে তো আর রাখি বন্ধন উৎসব থেমে থাকবে না। ভিডিও কলিং এর মাধ্যমে রাখি বন্ধন উৎসব সারলেন দেবজানি মিশ্র দত্ত ও ভাই সুপ্রীয়ম মিশ্র। রাখি পরিয়ে অন্যান্য বছর যেমন উপহার ভাইয়ের হাতে তুলে দেওয়া হয় এবছরও দেওয়া হয়েছে তবে একটু অন্যরকম ভাবে। ভিডিও কলিং এর মাধ্যমে ভাইকে রাখি পড়ানোর পাশাপাশি উপহার হিসাবে দেওয়া হয়েছে করোনা সংক্রমণ প্রতিরোধে এবং ভাইকে সুস্থ রাখতে মাক্স ও স্যানিটাইজার। অভিনব এই রাখি বন্ধন উৎসবের সাক্ষী থাকল আমাদের ক্যামেরা।