সংবাদদাতা, কাঁকসাঃ- রাত পোহালেই রাখি উৎসব। অন্যান্য বছর রাখির ব্যাপক চাহিদা থাকলেও করোনার জেরে বিক্রি নেই এই বছর রাখির। ব্যাবসায়ীরা বলেন, প্রত্যেক বছর যে পরিমানে লাভ হতো সেই পরিমানে এই বছর বিক্রি না হওয়ায় পুরোপুরি ভাবে ব্যবসায় লোকসান হয়েছে তাদের। মূলত করোনার জেরে বাজারে খুব একটা ক্রেতার দেখা মিলছে না। অনেকেই লাভের আশায় বিপুল পরিমাণে রাখি কিনে তা বিক্রির জন্য বাজারে পসরা নিয়ে বসেছেন। কিন্তু ক্রেতা না থাকায় ব্যাপক লোকসানের আশঙ্কা করছেন তারা।