eaibanglai
Homeএই বাংলায়নবান্ন অভিযানকে কেন্দ্র করে রানীগঞ্জে ধুন্দুমার

নবান্ন অভিযানকে কেন্দ্র করে রানীগঞ্জে ধুন্দুমার

সংবাদদাতা, আসানসোলঃ– নবান্ন অভিযানকে কেন্দ্র করে রানীগঞ্জে ধুমধুমার কাণ্ড। মঙ্গলবার সকালে নবান্ন অভিযানে যাওয়ার জন্য রানীগঞ্জ স্টেশনে ট্রেন ধরতে জমায়েত হয়েছিলেন বিজেপি কর্মী সমর্থকরা। জানা গেছে কোল্ডফিল্ড এক্সপ্রেস ধরতে স্টেশনে পৌঁছন এলাকার বিজেপি কর্মীরা। অন্যদিকে এদিন সকাল থেকেই বিশাল পুলিশ বাহিনী দিয়ে ঘিরে ফেলা হয়েছিল রানীগঞ্জ স্টেশন চত্বর। স্টেশনে ঢোকার আগে যাত্রীরা কোথায় যাচ্ছেন কি উদ্দেশ্যে যাচ্ছেন সে বিষয়ে জিজ্ঞাসাবাদ চলে। আর এরই মাঝেই বিজেপির একটি মিছিল স্টেশন চত্বরে পৌঁছলে ধুন্দুমার কাণ্ড ঘটে যায়। মিছিল স্টেশন চত্বরে পৌঁছতেই মিছিলকে আটকায় রানীগঞ্জ থানার বিশাল পুলিশ বাহিনী। শুরু হয়ে যায় বিজেপি কর্মী সমর্থক ও পুলিশ কর্মীদের মধ্যে ধস্তাধস্তি। যদিও মিছিলটিকে এলাকা থেকে হঠিয়ে দেয় পুলিশ কর্মীরা। যার জেরে বিজেপি কর্মী সমর্থকদের পুলিশের তাড়া খেতে হয়। পরে বেশ কয়েকজন বিজেপি কর্মীকে গ্রেফতারও করে পুলিশ। বিজেপি মিছিলকে ছত্রভঙ্গ করে দেওয়ায় কর্মী সমর্থকদের মনোবল অনেকটাই ভেঙে যায় বলে অভিযোগ। বিজেপি নেতৃত্বের দাবি অন্যায় ভাবে তাদের আন্দোলনকে দমিয়ে দেওয়ার চেষ্টা চালাচ্ছে পুলিশ।

এদিন নবান্ন অভিযানে যাওয়া বিজেপি কর্মী সমর্থকদের আটকাতে রাণীগঞ্জ থানা ও বিভিন্ন ফাঁড়ির আইসি ওসির সঙ্গে এসিপি সেন্ট্রাল ২ শ্রীমন্ত ব্যানার্জি উপস্থিত ছিলেন। সব মিলিয়ে এদিন সকালে বিজেপির নবান্ন উভিযানকে কেন্দ্র করে রানীগঞ্জ স্টেশন চত্বর রীতিমতো উত্তপ্ত হয়ে ওঠে।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments