সংবাদদাতা,মুর্শিদাবাদ:-
অষ্টম শ্রেনীর এক নাবালিকা ছাত্রীকে ধর্ষন করে খুনের ঘটনায় মুর্শিদাবাদের সুতি থানার বাহাগলপুর গ্রাম জুড়ে ব্যাপক চাঞ্চল্য ছড়ায়। মৃত ছাত্রীর নাম নাসমিরা খাতুন(১৩)। পরিবার সূত্রে খবর ওই নাবালিকাকে ধর্ষন করার পরে শ্বাসরোধ করে খুন করা হয়েছে।অভিযোগ পেয়েই এদিন অভিযুক্ত বারিক শেখ নামের এলাকারই এক যুবক কে গ্রেপ্তার করে পুলিশ।তাকে জঙ্গিপুর মহকুমা আদলতে তোলা হল।সন্ধ্যায় পাওয়া শেষ খবরে জানা যায় বিচারক অভিযুক্তের জামিন খারিজ করে ধৃতকে জেল হেফাজতের নির্দেশ দেন।স্থানীয় সূত্রে খবর,মৃত ওই ছাত্রী নাসমিরা খাতুনের বাড়িতে যায় এলাকার যুবক বারিক সেখ।কেউ না থাকার সুযোগে সে বাড়িতে গিয়ে ওই ছাত্রীকে ধর্ষন করে বলে অভিযোগ।তবে ঘটনা চক্রে মৃতার ছোট বোন নাসরিন ঘটনাটি দেখে ফেলায় তাকে ধাক্কা মেরে ফেলে দেওয়া হয়। এরপর ওই যুবক নাসমিরাকে শ্বাসরোধ করে খুন করে বলেই অভিযোগ। নাসমিরা সাহাজাদপুর হাইস্কুলের অষ্টম শ্রেনীর ছাত্রী। ঘটনার খবর জানাজানি হতেই অভিযুক্তকে ধরে ফেলে স্থানীয়রা। সুতি থানার পুলিশ গিয়ে অভিযুক্ত বারিক সেখকে গ্রেপ্তার করে। মৃতদেহটি ময়নাতদন্তের জন্য জঙ্গীপুর মর্গে পাঠানো হয়েছে। পুলিস ঘটনার তদন্ত শুরু করেছে।