সংবাদদাতা,নদীয়াঃ- নদীয়ার শান্তিপুর পৌরসভা এলাকার ২৩ নম্বর ওয়ার্ডের বকুলতলা এলাকাত থেকে একটি বিরল প্রজাতির পেঁচা উদ্ধার হল। এলাকাবাসীরা জানান গতকাল হঠাৎই একটি গাছ থেকে নিচে পড়ে যায় বিরল প্রজাতির পেঁচাটি। স্থানীয়রা দেখতে পেয়ে পেঁচাটিকে উদ্ধার করে। আজ সকালে শান্তিপুর শহরের পশুপ্রেমী হিসেবে পরিচিত অনুপম সাহা ওই বিরলপ্রজাতির প্রাণীটিকে উদ্ধার করেন। স্থানীয় শান্তিপুর পশু স্বাস্থ্যকেন্দ্রে ওই পাখিটির রাখার সাময়িক ব্যবস্থা করেন। খবর দেওয়া হয় বনদপ্তরে। বনদপ্তর থেকে আজ সন্ধ্যায় ওই প্রাণীটিকে উদ্ধার করে নিয়ে যাওয়া হয়। বনকর্মীরা জানিয়েছেন ওই বিরল প্রজাতির পেঁচাটিকে নিয়ে গিয়ে উপযুক্ত পরিবেশে ছেড়ে দেওয়া হবে।