সংবাদদাতা,মুর্শিদাবাদ:- বেলডাঙা শিউনারায়ণ রামেশ্বর ফতেপুরিয়া কলেজের নবীন বরণ ও বার্ষিক সাংস্কৃতিক অনুষ্ঠানের নামে প্রকাশ্যে খোলা মঞ্চে চটুল গানের তালে অশ্লীল অঙ্গভঙ্গিতে নাচের ঘটনায় বৃহস্পতিবার শিক্ষা মহল সহ সর্বত্র ব্যাপক শোরগোল পড়েছে। যদিও এই নিয়ে কলেজ কর্তৃপক্ষ ঘটনা কি ঘটেছে তা খতিয়ে দেখা হচ্ছে বলে দায় এড়িয়েছে।ওই কলেজের ভারপ্রাপ্ত শিক্ষিকা সুজাতা মুখোপাধ্যায় জানান,”ওই অনুষ্ঠানটি কলেজের সাংস্কৃতিক ও নবীন বরণের অনুষ্ঠান।ফলে কি হয়েছে সঠিক তা না জেনে এখনই কিছু বলা সম্ভব নয়”। তবে এই ঘটনায় বাম ছাত্র সংগঠনের এসএফআই থেকে শুরু করে কংগ্রেসের ছাত্র সংগঠন ছাত্র পরিষদ সকলেই একযোগে ব্যাপক সমালোচনা করেছে। বেলডাঙা কলেজের এসএফআইয়ের লোকাল কমিটির সম্পাদক রনি ঘোষ বলেন,”কলেজের বার্ষিক সাংস্কৃতিক অনুষ্ঠানের
দামে এই ধরনের অভব্য নাচ কখনোই মেনে নেওয়া যায় না”এক কদম এগিয়ে বেলডাঙ্গা ছাত্র পরিষদের সভাপতি হযরত আলী বলেন,”এই সমস্ত ঘটনা ঘটেছে কলেজের অধ্যক্ষের উপস্থিতিতেই ফলে এটা পরিষ্কার মাথার মধ্যে রয়েছে এই ঘটনায় আমরা একে চরমভাবে ধিক্কার জানাচ্ছি”।